মোবাইলের মাধ্যমে যারা পিডিএফ ফাইলকে ছবিতে কনভার্ট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে কনভার্ট করতে হয় তার উপায় খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই পোস্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনার pdf file কে photo তে কনভার্ট করে নিবেন। তো চলুন জেনে নেওয়া যাক।
বিভিন্ন কাজের জন্য আমাদের পিডিএফ ফাইলকে ছবিতে রূপান্তর করতে হয়। আর এখন খুব সহজে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এই কাজটি করা যায়। তো আজকের এই আর্টিকেলে যেকোন পিডিএফ ফাইলকে সহজে ছবিতে রূপান্তার করার জন্য নিচের প্রত্যেকটি ধাপ মনোযোগ সহকারে অনুসরণ করুন।
ধাপ - ০১ : তো এই জন্যে আমাদের একটি Apps ডাউনলোড করতে হবে।
ধাপ - ০২ : ডাউনলোড হয়ে গেলে Open করতে হবে
ধাপ - ০৩ : Open হওয়ার পর + button এ ক্লিক করে আমরা আমাদের Pdf file টা সিলেষ্ট করে নিব।
ধাপ - ০৩ : Open হওয়ার পর + button এ ক্লিক করে আমরা আমাদের Pdf file টা সিলেষ্ট করে নিব।
ধাপ - ০৪ : Converte to image এ ক্লিক করুন
ধাপ - ০৫ : Then File এর যেকোনো একটি নাম দিন ও Save এ ক্লিক করুন
আশা করি বুজতে পারছেন, এভাবে খুব সহজে এই Apps টির মাধ্যমে আপনারা pdf file থেকে phote তে কনভার্ট করে নিতে পারবেন। যদি আর্টিকেলটি আপনাদের উপকারে আসে তাহলে তা বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এরকত নিত্যনতুন ট্রিকস জানতে আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।
0 Comments