প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক Degree/ডিগ্রী উপবৃত্তির অনলাইনে আবেদন আগামী ৮ মে ২০২৪ থেকে শুরু হয়ে ২৩ মে ২০২৪ পর্যন্ত চলবে। শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ (২০২১-২২) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ! উপবৃত্তির পরিমাণ ৪৯০০ টাকা। আবেদন করতে কি কি প্রয়োজন ও কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।
যারা উপবৃত্তি আবেদন করার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য সুখবর। গত ২রা মে ২০২৪ ডিগ্রি উপবৃত্তির নোটিশ প্রকাশ করা হয়েছে। যেখানে বলা আছে, উপবৃত্তির আবেদন আগামী ৮ মে থেকে শুরু হবে। যেখানে Degree প্রথম বর্ষ ২১-২২ এর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
অনলাইনে আবেদন করতে যা যা লাগবে :
ডিগ্রি উপবৃত্তির অনলাইনে আবেদন করার নিয়ম ২০২৪
ধাপ - ০১ : Online আবেদন করার জন্য নিচের ওয়েবসাইট লিংকে ক্লিক করুন - estipend.pmeat.gov.bd
ধাপ - ০২ : ওয়েবসাইটে প্রবেশ করে "নিবন্ধন" বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় তথ্য (এইচএসসি রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, ডিগ্রি ১ম বর্ষের রেজিষ্ট্রেশন নাম্বার ও মোবাইল নাম্বার) দিয়ে ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করুন।
ধাপ - ০৩ : ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করার পর, এই ধাপে ‘পাসওয়ার্ড’ সেট করুন। (যেকোন ৬ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিন, যেন পরবর্তী সময়ে আপনার মনে থাকে)।
ধাপ - ০৪ : পাসওয়ার্ড সেট হয়ে গেলে শিক্ষার্থী "সাইন ইন/প্রবেশ করুন" অপশনে ক্লিক করে রেজিষ্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিন।
ধাপ - ০৫ : লগ-ইন করার পরে একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন, এখান থেকে “আবেদন করুন” অপশনে ক্লিক করুন।
ধাপ - ০৬ : “আবেদন করুন” বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য (এইচএসসি ও ডিগ্রির সকল তথ্য, ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, মোবাইল ব্যাংকিং নাম্বার ও নিজের এক কপি অনলাইন পাসপোর্ট সাইজের ছবি - ৩০০×৩০০) প্রদান করে “সংরক্ষণ করুন চালিয়ে যান” বাটনে ক্লিক করুন। (এই ধাপগুলাতে সর্বোচ্চ সচেতনতার সাথে তথ্যগুলা সাবমিট করুন, একদম তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে মোবাইল ব্যাংকি নাম্বারটা যেন শতভাগ সঠিক হয়, এদিক লক্ষ রাখতে হবে)।
ধাপ - ০৭ : সকল ডকুমেন্ট দেওয়ার পর, পুনরায় ভালো ভাবে দেখে নিন সকল তথ্যগুলা ঠিক আছে কিনা। এবার ‘উপবৃত্তির জন্য আবেদন করুন’ অপশনে ক্লিক করুন। ‘উপবৃত্তির জন্য আবেদন করুন’ অপশনে ক্লিক করার পর একটি সতর্কবার্তা আসবে, এখানে হ্যাঁ সিলেক্ট করে দিন। হ্যাঁ সিলেক্ট করার সাথে সাথে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে।
বি দ্রঃ অনলাইনে আবেদন করার পর, এখন আর পূর্বের মতো কলেজে আবেদনের প্রিন্ট কপির সাথে কোন কাগজপত্র, কলেজ কর্তৃপক্ষকে জমা দিতে হয় না। তারপরও যদি কোন কলেজ ডকুমেন্ট নিতে চায় তাহলে অবশ্যই তা দেওয়ার চেষ্টা করবেন। (কলেজ নোটিশ অনুসরণ করুন)।
২) অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ শতাংশ, পৌরসভা এলাকায় ০.২০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম থাকতে হবে।
২) একবার আবেদন করে ফেললে তা আর পুনরায় ঠিক করার কোনো অপশন নেই, তাই আবেদন করার সময় সতর্কতার সাথে আবেদন করবেন।
৩) যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভার জটিলতা (“Error! Data Load failed from NU server!!”) জন্য আবেদন করতে পারবেন না। অনুগ্রহ করে তারা কয়েকদিন অপেক্ষা করে তারপর আবেদন করার চেষ্টা করুন, আশা করি আবেদন করতে পারবেন।
0 Comments