ম্যাসেজিং অ্যাপের জন্য ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ বিখ্যাত হলেও, বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হচ্ছে টেলিগ্রাম মেসেঞ্জার। বর্তমান এই সময়ে বিশ্বের অধিকাংশ মানুষ এই টেলিগ্রাম অ্যাপটি ব্যবহার করছেন। আজকের এই আর্টিকেলে সম্প্রতিকালে ব্যাপক জনপ্রিয় হওয়া টেলিগ্রাম অ্যাপ এর অ্যাকাউন্ট কিভাবে খোলতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
৫) এখন যতগুলা Permission চাইবে সব Allow করে দিন ।
এভবে খুব সহজে Telegram অ্যাকাউন্ট তৈরী করে নিতে পারবেন। একাউন্ট তৈরী হয়ে গেলে এখন ভেতরের কাজগুলা কিভাবে করতে হয়, তা দেখে নিন।
টেলিগ্রামে ইউজার নেম সেট :
টেলিগ্রামে ইউজার নেম সেট করা একান্ত প্রয়োজন । কারণ কেউ আপনাকে তাঁর টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে অ্যাড করতে চাইলে তখন ইউজার নেমটা প্রয়োজন পরবে ।
১) প্রথমে উপরের বাম যে থ্রি ডট বাটনে ক্লিক করে তারপর Setttings নামের যে অপশন আছে সেখানে ক্লিক করতে হবে । এখানে ক্লিক করার সাথে সাথে আপনার নাম ফোন নম্বর দেখাবে এর নিচে আছে Username এখানে ক্লিক করতে হবে । এখানে আপনার ইচ্ছামত ইউজারনেম দিয়ে দিন । এবার Username দিয়ে আপনাকে যেকেউ যেকোনো চ্যানেলে অ্যাড করতে পারবে ।
Telegram এ পাসওয়ার্ড ও Two-step Verification চালু করা :
নিজের গোপনীয়তা বজায় রাখার জন্য আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারেন।
পাসওয়ার্ড সেট করার পদ্ধতি :
আবার সেই বাম পাশের থ্রি ডট মেনুতে ক্লিক করে দিন । তারপর Settings অপশনে ক্লিক করে দিন। এখন Privacy and Security নামের যে অপশন আছে সেখান ক্লিক করে দিন । এবার একটু নিচে আছে Passcode Lock, এখানে ক্লিক করে দিন । এবার যে ঘর আসবে সেখানে পিন কোড বসিয়ে দিন ।
Two-step Verification চালু করার নিয়ম :
Two-step Verification আমরা যেমন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করে থাকি। ঠিক একই ভাবে এই টেলিগ্রামে টু-স্টেপ ভেরিফিকেশন ব্যবহার করতে পারি । সেই জন্য উপরের থ্রি ডট বাটনে ক্লিক করে সেটিংস অপশনে চলে আসতে হবে।
একটু নিচে Privacy and Security তে ক্লিক করতে হবে । উপরের Psscode Lock এর নিচে Two-Step Verification এ ক্লিক করতে হবে । প্রথমে আছে Set Password এখানে ক্লিক করে দিন । তারপর পাসওয়ার্ড দিয়ে continue তে ক্লিক করতে হবে ।
এভাবে পাসওয়ার্ড সেট করতে হয়। তবে এই পাসওয়ার্ড কোনো ভাবেই ভুলে গেলে হবে না। তাহলে আপনি একই ডিভাইসে এই অ্যাকাউন্ট এ সিমাবদ্ধ হয়ে যাবেন
0 Comments